ভাড়াও শতভাগ বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি।
নিজস্ব প্রতিবেদকঃ
তেলের দাম বাড়ানোয় লঞ্চ ভাড়াও শতভাগ বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি।শুক্রবার (৫ অক্টোবর)বিকেল ৩টার দিকে সারাদেশের লঞ্চ মালিকদের সমন্বয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানান বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।
এ বিষয়ে সরকারকে শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়ে তিনি বলেন, জ্বালানী তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। এই সব কিছু মিলিয়ে আমরা শতভাগ বৃদ্ধির প্রস্তাব করবো। এখনই লিখিত প্রস্তাব পাঠাবো। আশা করি আগামীকাল দুপুরের মধ্যে সরকার আমাদের এ প্রস্তাবনা মেনে নেবে।
তিনি আরও জানান, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে তাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না।
জরুরি সভার সিদ্ধান্তের পর লঞ্চ মালিকরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তপক্ষের চেয়ারম্যানকে লিখিত আবেদন জানান।
আবেদনে তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর ফলে যাত্রী ভাড়া ১০০ কিমি পর্যন্ত ১.৭০ টাকার পরিবর্তে ৩.৪০টাকা এবং ১০০ কিমির ঊর্দ্ধে ১.৪০ টাকার স্থলে ২.৮০ টাকা নির্ধারণ করার অনুরোধ জানান সমিতির পক্ষ থেকে।
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।