ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদকঃ
স্বাগতিকরা যেখানে চাইবে এ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে তেমনি অন্যদিকে সফরকারীরাও চাইবে এ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে।
সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
শনিবার (২০ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরুর হবে দুপুর ২টায়।
এক নজরে দু’দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ :
নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাকিস্তান :
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।