আগেই হাল ছাড়ছে না বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদকঃ
অনিশ্চয়তার খেলায় আগেই হাল ছাড়ছে না বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন মাঠে নেমেছে টাইগাররা।
চতুর্থ দিন অনেক সময় পেলেও পাকিস্তানের উদ্বোধনী জুটিই ভাঙতে পারেনি বাংলাদেশ। শুরুর জুটিতেই অর্ধেকের বেশি রান করে ফেলেছে সফরকারীরা। আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক করেছেন ফিফটি।
চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো জানান, তার ধারণা, প্রথম আধ ঘণ্টায় দুয়েকটি উইকেট নিতে পারলে জমে উঠতে পারে ম্যাচ। উদ্বোধনী জুটি দ্রুত বিচ্ছিন্ন করা হবে বাংলাদেশের প্রথম লক্ষ্য।
২০২ রানের লক্ষ্য তাড়ায় বিনা উইকেটে ১০৯ রানে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। জয়ের জন্য শেষ দিনে আরও ৯৩ রান চাই তাদের। ১০৫ বলে ৬ চারে ৫৬ রানে খেলছেন আবিদ। ৯৩ বলে ৬ চার ও ১ ছক্কায় শফিকের রান ৫৩।
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।