পটুয়াখালীতে বঙ্গবন্ধু প্রথম বিভাগ জেলা ফুটবল লীগ অনুষ্ঠিত।
রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিভাগ জেলা ফুটবল লীগ ২০২০-২০২১ এর ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। উক্ত খেলায় সর্ব মোট আট টি দল অংশগ্রহণ করছেন।
জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আ ন ম আমিনুল হক মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, ওবাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এফ এ এর সহ সভাপতি আলতাফ হোসেন, আরো উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম জিহাদ, আহবায়ক, বঙ্গবন্ধু ১ম বিভাগ জেলা ফুটবল লীগ।
খেলা পরিচালনা করেন মোঃ ইরতেজা হাসান মনির, মোঃ আইয়ুব আলী, মোঃ তারেক হোসাইন, ও বাদল চন্দ্র হালদার। উক্ত উদ্বোধনী খেলায় কালিকাপুর সকার ক্লাব, এলভেন বুলেট ক্লাব এর বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করেন।
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।