মারা গেলেন প্রথম বাংলা লেখার সফটওয়্যারের জনক
নিউজ ডেস্ক:
কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’র নির্মাতা সাইফুদ্দাহার শহীদ গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর। তিনি আলঝেইমার এবং শরীরের অন্যান্য জটিলতায় ভুগছিলেন।
কম্পিউটারে বাংলা লিখতে ‘বিজয়’ কিবোর্ডের আগেই ১৯৮৫ সালে ‘শহীদলিপি’ তৈরি করেন সাইফুদ্দাহার শহীদ। এটি করা হয়েছিল ম্যাকিনটোশ কম্পিউটারে ব্যবহারের জন্য।
‘শহীদলিপি’ ব্যবহার করে তারকালোক ও দৈনিক আজাদসহ বেশ কিছু পত্রিকা প্রকাশিত হয়েছিল।
সাইফুদ্দাহার শহীদ বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেন। ঢাকায় ন্যাশনাল কম্পিউটার নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সেখানেই ‘শহীদলিপি’ তৈরি হয়। ৯০ এর দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।