রামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ মিয়া আর নেই
রামগঞ্জ বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও নুরপ্লাজা মার্কেটের নিশি জুয়েলার্সের মালিক মোঃ ইউসুফ মিয়া আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াাইন্নাইলাহি রাজিউন।
মঙ্গলবার বাদ মাগরিব রামগঞ্জ পৌর পূর্ব কাজীরখীল বড় বাড়ী মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান, ছোট ভাই মোঃ ইউনুছ মিয়া।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মোঃ ইউসুফ মিয়ার মৃত্যুতে রামগঞ্জ ও সোনাপুর বাজারের জুয়েলার্স ব্যবসায়ীগণসহ সকল শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন।
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।