রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএফইউজে, ডিইউজে
নিউজ ডেস্ক :
যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহন এবং সিনিয়র ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। একই সাথে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পুলিশের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান।
বার্তা প্রেরক
সেবীকা রানী
দপ্তর সম্পাদক
বিএফইউজে
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।