ঠাকুরগাঁও সরকারি কলেজে “রসায়ন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃসোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যয়নরত রসায়ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ২০এপ্রিল) রসায়ন বিভাগের বিজ্ঞান অনুষদের হলরুমের সভা কক্ষে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোকাররম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মতিন, মোঃ হুমায়ুন কবির,শবনম আরা সুমি ও মোঃসিদ্দীক হোসেন(ব্যাবহারিক প্রদর্শক)।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোকাররম হোসেন।তিনি তার বক্তৃতাকালে বলেন, এ ধরণের আয়োজন বিভাগ, কলেজসহ সকলকে ঐক্যবদ্ধ ও উৎসাহিত করে। এ ধরণের আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
ভবিষ্যতে সকল শিক্ষার্থীকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকসহ সকল ভালো কাজের অংশীদার হবার তাগিদ দেন।
এসময় ঠাকুরগাঁও সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মোঃ সোহেল রানা
ঠাকুরগাঁও।
০১৭০১৯৬৭৪১০
২০.০৪.২০২২
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।