জাবির নবনিযুক্ত উপাচার্যকে দাবা ক্লাবের সংবর্ধনা
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমকে দাবা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপাচার্যকে দাবা ক্লাবের সদস্যরা এ সংবর্ধনা দেয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় ক্লাবের সদস্যরা। পরে উপাচার্যের সাথে ক্লাবের সদস্যরা এক সৌজন্য সাক্ষাতও করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘তোমাদেরকে অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য। তোমাদের ক্লাবের জন্য শুভকামনা। তোমাদের ক্লাবের উন্নতি ও প্রগতি কামনা করি। তোমাদের ক্লাবের পাশে আমাকে সবসময় পাবে।’
পরবর্তীতে জাবি দাবা ক্লাবের সভাপতি প্রান্তোষ ভট্টাচার্য বলেন, ‘নবনিযুক্ত উপাচার্য স্যারকে আমাদের ক্লবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া উচিত ছিল বলে মনে করেছি। স্যারকে সংবর্ধনা দিতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে। ক্লাবের প্রয়োজনে স্যার আমাদের পাশে থাকবে এটাই আমাদের আশা।’
সংবর্ধনা প্রদানকালে ক্লাবের সভাপতি ছাড়াও সহ-সভাপতি হাসিব আল নোমান, কোষাধ্যক্ষ যায়েদ জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু দারদা লিমন ও নাঈমুর রহমান দুর্জয় উপস্থিত ছিলেন।
#…
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।