হাইওয়েতে বাইক চলাচল কি নিষিদ্ধ করা উচিৎ? এম শাহনেওয়াজ মনির
ব্যারিস্টার এট ল’, লিংকন্স ইন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
সম্প্রতি আমার কাছের এক স্কুল ফ্রেন্ড হাইওয়েতে বাইক এক্সিডেন্ট এ মারা গেছে। আজ খবরে দেখলাম ঈদ পরবর্তী সময়ে বাইক এক্সিডেন্ট এ প্রায় ১০০ জন মারা গেছেন। এ পর্যন্ত আমার যত আত্বীয় স্বজন, পরিচিত জন রোড এক্সিডেন্ট এ মারা গেছেন তাদের সিংহভাগই বাইক এক্সিডেন্ট এ মারা গেছেন।
হাইওয়ে ইউজারদের মধ্যে বাইক সবছেয়ে ছোট গাড়ি । তাই, বাইকারদের নিজেদের ভুলে হোক বা অন্য ড্রাইভার দের ভুলে হোক যখনই এক্সিডেন্ট হয় আল্টিমেট ভিকটিম বাইকার। যার চুড়ান্ত পরিনিতি বাইকারের করুন মৃত্যু বা পংগুত্ব ।
এক্সিডেন্ট বাইকারদের মৃত্যু তাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি ।
বর্তমানে হাইওয়েতে থ্রি-হুইলার নিষিদ্ধ। ইউরোপে যে কয়টি দেশে আমি গিয়েছি সেসব দেশে বাইক চোখে পড়ে নাই বললেই চলে ।
হাইওয়েতে বাইক বা সাইকেলের জন্য সম্পূর্ণ আলাদা লেন করা যায়। তবে, আমাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় এটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার।
আমার মতে শুধুমাত্র জেলার আভ্যন্তরীণ রোড় গুলোতে বাইক চলাচল সীমাবদ্ধ রেখে হাইওয়েকে আরো নিরাপদ করার স্বার্থে, বাইকারদের পরিবারের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, সর্বোপরি বাইকারদের সার্থেই বাইকের মত টু-হুইলার গুলোর চলাচলের জন্য সম্পূর্ন আলাদা লেন না হওয়া পর্যন্ত হাইওয়েতে চলাচল নিষিদ্ধ করা সময়ের দাবী।
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।