আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে গোল্ডেন লাইফ ও মিডওয়াইফারি ইন্সটিটিউট এর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
মোঃসোহেল রানা, ঠাকুরগাঁও থেকেঃআন্তর্জাতিক নার্স দিবস আজ (১২ মে)। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী এ তারিখে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।
মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁও আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে গোল্ডেন লাইফ ও মিডওয়াইফারি ইন্সটিটিউট এর র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য, ‘স্বাস্থ্য ব্যবস্থায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সের অধিকার সুরক্ষিত করুন’।
নার্স দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের প্রধান সড়ক গুলোতে এই র্যালি প্রদক্ষিণ করে ডিসি চত্বরে এই র্যালি শেষ হয়।
ঠাকুরগাঁও গোল্ডেন লাইফ ও মিডওয়াইফারি ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোছাঃআরেফা হোসেন জানান,বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে।তারই ধারাবাহিকতায় আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০২তম জন্মদিন পালন করে আসছি।প্রিমিয়াম যুদ্ধ চলাকালীন সময়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যুদ্ধাহত সৈনিকদের পাশে দাড়িয়েছেন।বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত।
মোঃসোহেল রানা
ঠাকুরগাঁও।
০১৭০১৯৬৭৪০
১২.০৫.২২
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।