বগুড়া শেরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত
শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শেরপুর শহরের বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী মুন্টু, আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, সম হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিয় পাঠক, ডেইলি খবরের ডটকমে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন khoborernews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।